আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ায় চলেছে এলোপাতাড়ি গুলি। গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেঘেনিতে এলোপাতাড়ি গুলি চলেছে।
গুলিবিদ্ধ ৯ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো আহতদের পরিচয় জানা যায়নি। এই হামলার নেপথ্যে আসলে কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ফিলাডেলফিয়ার এক জনপ্রিয় রাস্তায় কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল। ১১ জন আহতের মধ্যে কয়েকজনের পরিস্থিতি সংকটজনক ছিল আগেরবার। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।
সূত্র: রয়টার্স।