আর্ন্তজাতিক ডেস্ক: ইতালির মিলান শহরের কাছে একটি সুপার মার্কেটে ছুরিকাঘাতে একজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ইংলিশ ক্লাব আর্সেনালের পাবলো মারি নামের এক ফুটবলার রয়েছেন বলেও জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় সুপার মার্কেটটির ৩০ বছর বয়সী এক ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ৪৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো সন্ত্রাসী উদ্দেশ্য নিয়ে হামলাটি করা হয়নি।
হামলাকারীর মানসিক সমস্যা ছিল এবং হামলায় ব্যবহৃত অস্ত্রটি তিনি সুপার মার্কেটের তাক থেকেই নিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় শপিং সেন্টারের সুপার মার্কেট কারফোরে এলোমেলোভাবে লোকজনকে ছুরিকাঘাত শুরু করেন।
এ সময় দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করায় ঘটনাস্থলের ভেতরে চিৎকার শোনা গেছে বলে জানা গেছে। সুপার মার্কেটটির কয়েকজন ক্রেতাই একপর্যায়ে ওই হামলাকারীকে আটক করেন এবং ঘটনাস্থলে পুলিশ আসার পর তারা তাকে পুলিশের হাতে তুলে দেন।
আহত ফুটবলার পাবলো মারি একজন ২৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। তার পিঠ ছুরির আঘাতে ক্ষত হয়েছে। তবে তার এজেন্ট আর্তুরো ক্যানালেস বিবিসিকে বলেছেন, আঘাতগুলো মারাত্মক নয়।
সূত্র : বিবিসি।