আর্ন্তজাতিক ডেস্ক: ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসীরা। স্থানীয় আইন লঙ্ঘন করে বিক্ষোভ করায় বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
কুয়েতে বিদেশী ও প্রবাসীদের যে কোনো ধরনের বিক্ষোভ সভা সমাবেশ করা নিষিদ্ধ ও দণ্ডনীয়। শুক্রবার জুমার নামাজ শেষে কুয়েতের ফাহাহিল এলাকায় কিছু সংখ্যক প্রবাসী মুহাম্মদ (সা.)-এর সমর্থনে অবস্থান ও বিক্ষোভের আয়োজন করে। শনিবার স্থানীয় আরবি দৈনিক আল রাই পত্রিকায় অবস্থান ও বিক্ষোভের সংবাদ প্রকাশিত হয়।
পত্রিকাটির খবরে উল্লেখ করা হয়, আইন লঙ্ঘন করায় প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন তাদের গ্রেপ্তারে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তারা পুনরায় যেন কুয়েতে প্রবেশ করতে না পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে প্রবাসীসহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে।
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে বিজেপি দুই নেতা অবমাননাকর বক্তব্য প্রতিবাদের ঝড় শুরু হয় কুয়েত, কাতার, আরব আমিরাতসহ আরব দেশগুলো থেকে। এরপর বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা বিক্ষোভ ও প্রতিবাদ করছে। দেশে দেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হচ্ছে। বিশ্বনবীকে অবমাননা করায় একযোগে ১৫টিরও বেশি মুসলিম দেশ ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।