আর্ন্তজাতিক ডেস্ক: ১৯৮০ সালের পর থেকে যুক্তরাজ্যে খাদ্যের দাম বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যার প্রভাবে গত মাসে ব্রিটিশ মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কের ঘরে প্রবেশ করে। এর আগে জুলাইতেও দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ হয়। দেশটির মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।

 

 

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, সেপ্টেম্বরে বার্ষিক শর্তে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। আগস্টে মূল্যসূচক ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধির পর রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা এমনটাই আভাস দিয়েছিলেন। এ ছাড়া মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দামও কমেছে।

এসব পরিসংখ্যান যুক্তরাজ্যের পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত দেয়। এদিকে ব্রিটিশ সরকার বেশ কিছু নীতি পরিবর্তন করায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের আর্থিক সহায়তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে আগামী মাসে সুদের হার বৃদ্ধির প্রচারণা বাড়াতে ব্যাংক অব ইংল্যান্ডও চাপ অনুভব করবে বলে আশংকা করা হচ্ছে।

সেপ্টেম্বরের মূল্যস্ফীতিতে খাদ্য ও নন-অ্যালকোহলিক পানীয়র দাম সবচেয়ে বেশি অবদান রেখেছে। এসব পণ্যের কারণে ভোক্তা মূল্যসূচক ১৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৯৮০ সালের এপ্রিলের পর এটি সর্বোচ্চ বৃদ্ধি। সূত্র : রয়টার্স