আর্ন্তজাতিক ডেস্ক: ৪১ বছর আগে প্রিন্সেস ডায়ানা ও রাজা চার্লস বিয়ে করেছিলেন। যুক্তরাজ্যের ডোর অ্যান্ড রিস নিলাম সংস্থা এত বছর ধরে সংরক্ষণ করা সে বিয়ের এক টুকরা কেক এবার নিলামে তুলতে যাচ্ছে।
নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, ১৯৮১ সালে অনুষ্ঠিত রাজকীয় সে বিয়েতে তিন হাজারেরও বেশি অতিথি অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজন নাইজেল রিকেটস, যিনি ৪১ বছর ধরে এই কেকের টুকরাটি সংরক্ষণ করেছেন।
এবার কেকের টুকরাটি নিলামে তোলা হবে। তবে নাইজেল গত বছর মারা গেছেন।
দ্য পোস্টের মতে, প্রিন্সেস ডায়ানা ও রাজা চার্লসের বিয়ের জন্য ২৩টি অফিশিয়াল কেক তৈরি করা হয়েছিল। তবে এ টুকরাটি ফ্রুটকেকের বলে ধারণা করা হচ্ছে। কেকটি সম্পূর্ণ পাঁচ ফুট লম্বা এবং পাঁচ স্তরের ছিল।
২০১৪ সালে একই কেকের একটি টুকরা এক হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয়েছিল।
নিউ ইয়র্ক পোস্টের মতে, নাইজেল এবং অন্যান্য রাজকীয় পরিবারের সদস্যরা বিয়েতে উপহার হিসেবে একটি লেখার টেবিল দিয়েছিলেন। রাজা চার্লস উপহারটি পেয়ে খুব আনন্দিত হয়েছিলেন।
ডোর অ্যান্ড রিসের ওয়েবসাইটে রাজকীয় কর্মীদের জন্য একটি হাতে লেখা ধন্যবাদ নোটও রয়েছে। যাতে লেখা রয়েছে, ‘ডায়ানা ও আমি খুব আনন্দিত যে আপনারা কষ্ট করে এত গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করেছেন। আমি আশ্বস্ত করতে পারি যে এটি আমরা ঘরে সংরক্ষণ করব। ’
প্রিন্সেস ডায়ানা ও রাজা তৃতীয় চার্লস ১৯৮১ সালের ২৯ জুলাই বিয়ে করেছিলেন। বিয়ের অনুষ্ঠানটি টিভিতে লাখ লাখ মানুষ দেখেছিল এবং এটি ‘শতাব্দীর বিয়ে’ নামেও পরিচিত। তবে ১৯৯২ সালে চার্লস ও ডায়ানার বিচ্ছেদ ঘটে।
সূত্র : এনডিটিভি