আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আরভিনে সফরকালে এক তরুণীকে ডেটিং সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। ইরভিন ভ্যালি কলেজে বক্তব্য দেওয়ার পর এক তরুণীর সাথে ছবি তোলার জন্য বাইডেন দাঁড়ান। তখন তিনি এক তরুণীর কাঁধে হাত রাখেন এবং তাকে কিছু ডেটিংয়ের পরামর্শ দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, জো বাইডেন ওই তরুণীকে বলছেন, ‘এখন আমি আমার মেয়ে এবং নাতনিদের একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলব। ৩০ বছর বয়সের আগে কাউকে গুরুত্ব দেওয়া যাবে না। ’

বাইডেনের উপদেশের উত্তরে তরুণী একটু হেসে বলেছেন, ‘ঠিক আছে, আমি মনে রাখব। ’

ভিডিওটি টুইটারে এখন পর্যন্ত ৫০ লাখ বারেরও বেশি দেখা হয়েছে এবং ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

নেটিজেনদের অনেকেই জো বাইডেনকে নিন্দা করেছে এবং ওই তরুণী ‘অস্বস্তিবোধ’ করেছেন বলে মন্তব্য করেছে।  

এর আগে জো বাইডেন জাতীয় শিক্ষা সমিতিতে বক্তৃতা দেওয়ার সময় তার চেয়ে ১৮ বছরের ছোট এক মেয়েকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিলেন। সে ঘটনার পর তিনি কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভিডিওটি দেখুন......

kalerkantho