সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। দক্ষিণ এশিয়ার মাত্র ৫ হাজার ৭৬৫ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট একটি দেশ ব্রুনেইয়ের ক্ষমতাসীন সুলতান। নব্বইয়ের দশকের শুরুর দিকে বিশ্বের শীর্ষ ধনী ছিলেন তিনি। কিন্তু ওই দশকের শেষের দিকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের উত্থানে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারান এই সুলতান।

তারপরও বর্তমানে ব্রুনেইয়ের এই সুলতানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার। সুলতান হাসান আল বলকিয়াহ ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীও। অর্থবিত্ত আর শৌর্যবীর্যে নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন তিনি চাইলেই দুনিয়ার যেকোনও কিছু নিজ দরবারে হাজির করতে পারেন মুহূর্তে।

লন্ডনে পছন্দের এক নরসুন্দর আছে, যার কাছে তিনি চুল কাটান। এই চুল কাটার জন্য লন্ডন থেকে তাকে উড়িয়ে নেন ব্রুনেইয়ে। আর একবার চুল কাটার পারিশ্রমিক হিসেবে তাকে দেন ২০ হাজার মার্কিন ডলার।

ইংল্যান্ডের স্যান্ডহার্স্টের রয়্যাল মিলিটারি একাডেমি থেকে ডিগ্রি নিয়েছেন সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। একই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া আছে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিরও। বিলাসবহুল জীবনযাপন আর অতিরিক্ত ব্যয়ের জন্য বিশেষ পরিচিতি আছে ব্রুনেইয়ের সুলতানের। সোনার প্রতি তার অন্যরকম আকর্ষণ রয়েছে। যে কারণে নিজের সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়িও সোনায় মুড়িয়ে নিয়েছেন তিনি। দীর্ঘ ৫৫ বছর ধরে ব্রুনেইয়ের ক্ষমতায় আছেন হাসানাল বলকিয়াহ। ২০১৭ সালে নিজের শাসনামলের ৫০ বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।

সোনায় মোড়ানো রোলস-রয়েস ছাড়াও অনেক বিরল গাড়িও রয়েছে সুলতান হাজি বলকিয়াহর

সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নিন...

সোনায় মোড়ানো রোলস-রয়েস

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, বিশ্বের বিরল সব গাড়ির বৃহৎ এক সংগ্রহশালা রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। তার সংগ্রহে রয়েছে সোনায় মোড়ানো রোলস-রয়েস থেকে শুরু করে নিজের পছন্দের নকশায় বানিয়ে নেওয়া বিলাসবহুল সব গাড়ি। তার সোনায় মোড়ানো গাড়ির ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কয়েকশ ফেরারি

হটকারসের প্রতিবেদন অনুযায়ী, সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ৬০০টি রোলস-রয়েস, ৪৫০টি ফেরারি এবং ৩৮০টি বেন্টলিজ গাড়ির মালিক। তার এই গাড়ির সংগ্রহের মূল্য ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। হাজি হাসানাল বলকিয়ার সংগ্রহে রয়েছে ৭ হাজারের বেশি যানবাহন। সোনায় মোড়ানো রোলস-রয়েস ছাড়াও অনেক বিরল গাড়িও রয়েছে তার। এর মধ্যে রয়েছে একটি ধূসর ল্যাম্বরগিনি উরাকো, একটি ফেরারি ৪৫৬ জিটি ভেনিস (বিশ্বে মাত্র সাতটি এমন গাড়ি রয়েছে) এবং একটি পোরশে ৯৫৯।

হাজি হাসানাল বলকিয়ার সংগ্রহে রয়েছে ৭ হাজারের বেশি বিলাসবহুল গাড়ি

জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আসলে তার গাড়ির সংগ্রহ এতই আকর্ষণীয় যে, ১৯৯০ এর দশকে বিশ্বব্যাপী বিক্রি হওয়া সব রোলস-রয়েসের অর্ধেকই ব্রুনেইয়ের সুলতান এবং তার পরিবারের দখলে বলে ধারণা করা হতো। ২০১১ সালে গিনেস কর্তৃপক্ষ বিশ্বে সবচেয়ে বেশি রোলস–রয়েস গাড়ির মালিক হিসেবে সুলতান হাসানাল বলকিয়াহকে স্বীকৃতি দিয়েছে।

পিলে চমকে যাওয়ার মতো ব্যক্তিগত বিমান

যখন আপনার সোনায় মোড়ানো ছাদখোলা গাড়ি থাকবে, তখন ব্যক্তিগত বিমান যে পিলে চমকে যাওয়ার মতো হবে সে বিষয়ে বাজি ধরতেই পারেন। জন্ম থেকে ধনকুবের বনে যাওয়া ব্রুনেইয়ের সুলতানের নিজস্ব বোয়িং ৭৪৭-৪০০, বোয়িং ৭৬৭-২০০ এবং এয়ারবাস এ৩৪০-২০০ বিমান রয়েছে।