আর্ন্তজাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করবে কংগ্রেসের তদন্ত কমিটি। বিবিসি জানিয়েছে, ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে  তাকে এভাবে তলব করা হবে।

২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনাটি মার্কিন কংগ্রেসের যে কমিটি তদন্ত করছে, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষ্য দিতে সমন জারির পক্ষে ভোট দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ সদস্যের প্যানেলটিতে ৭ জনই ডেমোক্র্যাট; বাকি ২ জন রিপাবলিকান আইনপ্রণেতা।

 

তবে ক্যাপিটল দাঙ্গার বিষয়ে নথিপত্র প্রদান ও সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে ৯টিই।

 

কয়েক দিনের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমন জারি করা হতে পারে। সমন মেনে চলার জন্য তাকে সময় বেঁধে দেওয়া হবে।

ট্রাম্প সমন না মানলে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে পারেন। তিনি এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডও হতে পারে।  
সূত্র : বিবিসি।