আর্ন্তজাতিক ডেস্ক: ১২ সদস্যের জুরিবোর্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২০১৮ সালে স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যার ঘটনায় বন্দুকধারীকে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করেছে।

জুরিবোর্ড নিকোলাস ক্রুজকে মৃত্যুদণ্ড না দেওয়ায় ঘটনার শিকারদের পরিবারের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আসামি ২৪ বছর বয়সী নিকোলাস ক্রুজ ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে শিক্ষার্থীসহ ১৭ জনকে হত্যা করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে আদালতে তিনি দোষও স্বীকার করেন।

 

 

নিকোলাস ক্রুজ কার্যত নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে রক্ষা পাওয়ায় নিহতদের পরিবার তাদের হতাশার কথা প্রকাশ্যে বলছে।  
গুলিতে নিহত অ্যালিসা আলহাদেফের বাবা বলেছেন, ‘আমাদের আইনি ব্যবস্থার প্রতি, সেই বিচারকদের প্রতি আমি বিরক্ত। ’

যুক্তরাষ্ট্রে বিচারকাজ জুরি পর্যায়ে পৌঁছানো সবচেয়ে মারাত্মক গণগুলির ঘটনা এটি। এই গণগুলির ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক-বিরোধী বিক্ষোভের পাশাপাশি ‘মার্চ ফর আওয়ার লাইভস’ আন্দোলনের সূচনা করেছিল।

সূত্র : বিবিসি।