আর্ন্তজাতিক ডেস্ক: অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার ভূখণ্ড রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে, তিনি মনে করেন না যে ইউক্রেন সংঘাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেবেন পুতিন। মঙ্গলবার গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
ইউক্রেন সংঘাতে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'ঠিক আছে, আমি মনে করি না তিনি (পুতিন) এটি (পারমাণবিক অস্ত্র ব্যবহার) করবেন।'
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, পুতিন ইউক্রেনের বাহিনীর লড়াইকে অবমূল্যায়ন করেছেন।
ক্রিমিয়ার সেতুতে শনিবারের হামলার প্রতিক্রিয়ায় পুতিন সোমবার ইউক্রেন জুড়ে বিমান হামলা বাড়ানোর নির্দেশ দেন। তারপর সোমবার ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ইউক্রেন জুড়ে ১৯ জন নিহত হয়।
সূত্র: আলজাজিরা