আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়ানে শুধু ফ্লোরিডা অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা বলেছেন।
২৬ সেপ্টেম্বর ইয়ানের আঘাতে ধ্বংস হয়ে যায় ফ্লোরিডার অনেক বাড়ি, রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফ্লোরিডার মেডিক্যাল এক্সামিনারস কমিশন জানায়, এই অঙ্গরাজ্যে মোট নিহতের সংখ্যা ১০২।
এদের মধ্যে বেশির ভাগই অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বাসিন্দা।
এর আগে অঙ্গরাজ্যটির গভর্নর জানিয়েছিলেন, নর্থ ক্যারোলাইনায় আরো পাঁচজন মারা গেছে।
ফ্লোরিডার ওপর দিয়ে পার হয়ে আটলান্টিক মহাসাগরে চলে যায় ইয়ান। পরে সাউথ ক্যারোলাইনার উপকূল দিয়ে ফের স্থলভাগে প্রবেশ করে।
কর্মকর্তারা জানান, ফ্লোরিডার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলগুলো নতুন করে গড়ে তুলতে কয়েক মাস সময় লাগতে পারে। এ জন্য প্রায় পাঁচ হাজার কোটি ডলার বা তার বেশি খরচ হতে পারে।
এই শতকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর একটি হিসেবে ধরা হয়েছে ইয়ানকে। ২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনা যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় ব্যাপক বন্যা ও ভূমিধস ঘটিয়েছিল। সেবার নিউ অরলিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারায় প্রায় এক হাজার ৮০০ জনেরও বেশি। ক্ষয়ক্ষতি হয় কয়েক শ কোটি ডলারের। সূত্র : এএফপি।