আর্ন্তজাতিক ডেস্ক: কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যসহ দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান ইস্যুতে মুখ খুলেছেন দেশটির বিচার বিভাগীয় প্রধান।
আল আরাবিয়ার খবর অনুসারে, ইরানের প্রধান বিচারপতি গোলাম হুসেইন মোহসেনি এজেই বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে শত্রুরা মাসা আমিনির মৃত্যুকে ব্যবহার করছে। এটা কেবল একটা অজুহাত।
এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও একই ধরনের কথা বলেছিলেন।
সোমবার এক বক্তব্যে ইরানের প্রধান বিচারপতি বলেন, ‘এখন এটা সবার কাছে স্পষ্ট যে, মাসা আমিনির মৃত্যু নিছক অজুহাত।’
মোহসেনি এজেই মাসার ফরেনসিক প্রতিবেদনকে উদ্ধৃত করে বলেন, সে অসুস্থতাজনিত কারণে মারা গেছে।
তবে আমিনির পরিবার ফরেনসিক প্রতিবেদন প্রত্যাখান করেছে। মাসার বাবা আমজাদ আমিনি বলেন, তার মেয়ের ঘাড় ও কানের পেছনে রক্ত ছিল, পা থেঁতলানো ছিল। সূত্র: আল আরাবিয়া