নিউইয়র্ক: গ্রিনকার্ড নবায়ন করার জন্য যারা ইউএসসিআইএসে আবেদন করেছেন, সেসব কার্ডের মেয়াদ ২৪ মাস বাড়ানো হয়ছে। ফলে যাদের গ্রিনকার্ড নবায়ন করার আবেদন ইউএসসিআইএসের কাছে জমা রয়েছে, সেসব আবেদন বিবেচনা করে এখনই নবায়ন করা নতুন কার্ড হাতে না পেলেও সমস্যা হবে না। কারণ বর্তমানে হাতে থাকা কার্ডের মেয়াদ ২৬ সেপ্টেম্বর থেকে দুই বছর বেড়েছে। ফলে ওই কার্ড দিয়ে কোনো ধরনের জটিলতা ছাড়াই সবাই প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন। তবে কারো যদি মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রমাণ হিসেবে কোথাও উপস্থাপন করতে হয়, সে ক্ষেত্রে ইউএসসিআইএসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তারা আবেদনকারীর জন্য একটি এলিয়েন ডকুমেন্টেশন ইস্যু করতে পারে। মূলত নবায়ন করার জন্য ফর্ম আই-৯০ ফাইল করার পর এলিয়েন ডকুমেন্টেশন, আইডেন্টিফিকেশন ও টেলিকমিউনিকেশনস (এডিআইটি) স্ট্যাম্পের ব্যবস্থা করতে পারে।
যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারাও জরুরি ভিত্তিতে তা নবায়নের জন্য আবেদন জমা দিতে পারেন। সেসব কার্ডের মেয়াদও নতুন কার্ড না পাওয়া পর্যন্ত দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা না হলেও যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে আসছে, তারা জমা দিতে পারেন।
২৮ সেপ্টেম্বর ইউএসসিআইএস এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আদেশ জারি করেছে। সেখানে তারা বলেছে, ইউএসসিআইএস গ্রিনকার্ড নবায়নের জন্য গ্রিনকার্ডের মেয়াদ ২৪ মাস পর্যন্ত বাড়িয়েছে। এটি ২৬ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। ইউএসসিআইএসের এমন সিদ্ধান্তে মেয়াদ শেষ হতে যাওয়া বা ইতিমধ্যে আবেদন জমা দেওয়ার পর কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরও যারা ব্যাকলগের কারণে রিনিউ করার কার্ড পাচ্ছিলেন না, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
গ্রিনকার্ড নবায়নের মেয়াদ বাড়ল ২৪ মাস
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম



আন্তর্জাতিক রিলেটেড নিউজ

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯

শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প

ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

সিন্ধু চুক্তি স্থগিত, বাতিল ভারতে থাকা পাকিস্তানিদের সার্ক ভিসাও

বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস যুক্তরাষ্ট্র-চীনের