সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট স্কি রিসোর্ট এলাকার কাছে পাঁচ স্কিচালকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। স্থানীয় পুলিশ ও উদ্ধার সংস্থা রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ভ্যালেইস আল্পসের চার হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশহর্নে ওঠার সময় একদল পর্বতারোহী চূড়ার কাছাকাছি কয়েক জোড়া স্কি পড়ে থাকতে দেখে জরুরি বিভাগকে খবর দেয়। তার এক দিন পর মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভ্যালাইস স্থানীয় পুলিশ রবিবার এক বিবৃতিতে জানায়, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে অ্যাডলার হিমবাহের চূড়ার নিচে মরদেহগুলো শনাক্ত করা হয়। সুইজারল্যান্ড-ইতালি সীমান্তবর্তী অনেক উঁচু এলাকায় বিভিন্ন উচ্চতায় তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপের ভেতরে মরদেহগুলো পাওয়া গেছে।
এ ছাড়া উদ্ধার সংস্থা এয়ার জারমাট জানায়, তিনটি মরদেহ এক জায়গায় এবং বাকি দুটি আরো ওপরে বরফে ঢাকা একটি সরু অংশে পাওয়া গেছে।
পরবর্তীতে আরেক জোড়া স্কি খুঁজে পাওয়ার পর নিশ্চিত হওয়া যায়, স্কিচালকরা পাঁচজনের একটি দল ছিল।
এর আগে শুক্রবার রাতে আরেকটি দুর্ঘটনায় এয়ার জারমাট ফিয়েশারহর্ন পর্বতে একটি জটিল উদ্ধার অভিযানে অংশ নেয়। সেখানে চারজন পর্বতারোহী কুয়াশা ও ঝোড়ো হাওয়ার মধ্যে আটকে পড়েন।