ওয়াকফ বোর্ডে আপাতত কোনো নিয়োগ বা পরিবর্তন করা হবে না বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে সরকার পক্ষ। ওয়াকফ-সংশধোনী আইনের বিরুদ্ধে করা মামলার শুনানির পর এই তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, এই আইন নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে যখন মামলাকারীরা কেন্দ্রের জবাব রিভিউ করবেন।
বিজ্ঞাপন
বলা হয়েছে সমস্ত ওয়াকফ বোর্ড, কাউন্সিলে নতুন করে নিয়োগ আপাতত করা হবে না। আগামী ৫ মে দুপুর ২টার সময় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে বলেও জানা গেছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতার আশ্বাস রেকর্ড করেছে যে এর মধ্যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও বোর্ডগুলোতে কোনো নিয়োগ করা হবে না।
ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশনের জবাব দেওয়ার জন্য কেন্দ্রকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট কেন্দ্রের আশ্বাস উল্লেখ করে জানিয়েছে, শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত, ওয়াকফ বাই ইউজার, যা বিজ্ঞপ্তি দ্বারা ঘোষিত বা নিবন্ধিত হয়, তা ডিনোটিফাই করা হবে না বা তার চরিত্র পরিবর্তন করা হবে না।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়।