মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবেলায় ‘শক্তিশালী পরিকল্পনার’ কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।
ইইউপ্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ব্যাপকভাবে শুল্ক আরোপ করে তাহলে তা মোকাবেলায় জোটের শক্তিশালী পরিকল্পনা রয়েছে।’ তবে তিনি এমন বাণিজ্যযুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেওয়ার ওপর জোর দেন।
ইইউপ্রধান মঙ্গলবার জানান, বাণিজ্যযুদ্ধ এড়িয়ে চলার আশা করেন তিনি। কিন্তু ওয়শিংটনের যেকোনো রকমের শুল্ক আরোপের জবাবে ব্রাসেলসের শক্তশালী পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ‘শক্তিশালী পরিকল্পনার’ বিষয়ে বিস্তারিত জানাননি লিয়েন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন লিবারেশান ডে।
প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের ওপর প্রভাব ফেলতে পারে।
অবশ্য এরই মধ্যে ইউরোপের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে ইউরোপে উৎপাদিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।
ইইউ পার্লামেন্টে প্রেসিডেন্ট ভন ডার লিয়েন বলেন, ‘আমরা আমাদের পদক্ষেপ নির্ধারণ করতে আগামীকালের ঘোষণা (ডোনাল্ড ট্রাম্পের) সতর্কতার সঙ্গে পর্যালোচনা করব।’ পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান তিনি।
আলোচনার কথা বললেন লিয়েন
শক্তিশালী পদক্ষেপ নেওয়ার কথা বললেও পরিস্থিতি সামলাতে আলোচনার কথাও জানালেন ইইউ প্রেসিডেন্ট। সংসদে ইইউ প্রেসিডেন্ট লিয়েন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে সমাধান বের করা।’
সেই সঙ্গে তিনি আরো বলেন, ‘তবে অবশ্যই, যদি প্রয়োজন হয়, আমরা আমাদের স্বার্থ, আমাদের জনগণ ও আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করব। মুখোমুখি এই অবস্থা ইউরোপ তৈরি করেনি। আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে চাই না। কিন্তু যদি দরকার হয় তাহলে আামাদের একটি শক্ত পরিকল্পনা রয়েছে, আমরা সেটি ব্যবহার করব।’