এরদোয়ানের বিরোধী নেতা ইমামোলুকে গ্রেপ্তারের পর থেকে উত্তাল ইস্তাম্বুল। সহিংস আন্দোলন থামানোর নির্দেশ এরদোয়ানের। ২০১৩ সালে গেজি পার্কের আন্দোলনের পর এত বড় বিক্ষোভ তুরস্ক দেখেনি।
ইস্তাম্বুলের মেয়র তথা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধী নেতা একরেম ইমামোলুর গ্রেপ্তারের পর গোটা তুরস্কজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
কিন্তু এরদোয়ান সোমবার এই আন্দোলনকে ‘সহিংস’ আন্দোলন বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার ৭ম দিনের মতো বিক্ষোভ করছেন তুরস্কের সাধারণ মানুষ।
এরদোয়ানের বক্তব্য
সোমবার এরদোয়ানের বলেছেন, ‘ইমামোলুর গ্রেপ্তার ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা সহিংস চেহারা নিয়েছে।’ সিপিএইচ দলকে সতর্ক করে এরদোয়ান বলেছেন, প্রশাসনের ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না। তার আগেই এই বিক্ষোভ তুলে নেওয়া হোক। প্রেসিডেন্টের অভিযোগ, সিপিএইচ মানুষকে উত্তেজিত করে তুলছে।
এরদোয়ানের অভিযোগ, এই আন্দোলনের জেরে পুলিশ কর্মীরা আহত হয়েছেন। দোকানের কাচ ভেঙেছে। বেশ কিছু সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। এই সবকিছুর উত্তর চাওয়া হবে সিপিএইচ-এর কাছে। পার্লামেন্টে রাজনৈতিক উত্তর দিতে হবে তাদের। আর আদালতে আইনি লড়াই লড়তে হবে। কিন্তু এর্দোয়ানের এই বক্তব্যের পরেও বিক্ষোভ-আন্দোলনে ভাঁটা পড়েনি।
ইমামোলুর পোস্ট
এদিকে জেলে বসেই সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করছেন ইমামোলু। জনগণকে রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অর্থাৎ, আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, কেউ যেন কোনো উসকানিতে পা না দেন। পুলিশের সঙ্গে যেন কেউ সংঘর্ষে জড়িয়ে না পড়েন। তিনি লিখেছেন, ‘সাধ্যের বেশি চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে।’
জার্মানির বক্তব্য
জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসের মুখপাত্র সোমবার জানিয়েছেন, ‘ইস্তাম্বুলের মেয়রের গ্রেপ্তার এবং নিলম্বন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দ্রুত জানাতে হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কে যা ঘটছে তা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এই ঘটনা তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে প্রভাব ফেলবে বলেও জানিয়েছে জার্মানি।