ফ্রান্সের এক সংসদ সদস্য যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চেয়েছেন। বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান দাবি করেছেন, যে মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্স এই মূর্তি উপহার দিয়েছিল, ট্রাম্প প্রশাসন তা অমান্য করছে।
মধ্য-বাম রাজনীতিবিদ গ্লাকসম্যান তার প্লেস পাবলিকের মধ্য-বাম আন্দোলনের এক সম্মেলনে বলেছেন, ‘আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন।’
তিনি আরো বলেন, আমরা সেই আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে: ‘আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন।
আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উপলক্ষে ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর নিউ ইয়র্ক সিটির বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন করা হয়েছিল। এটি ছিল আমেরিকার প্রতি ফরাসি জনগণের উপহার।
বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান ইউক্রেনের একজন কট্টর সমর্থক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বিষয়ে মার্কিন নীতির আমূল পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন।
গ্লাকসম্যান আরো বলেন, ‘দ্বিতীয় যে জিনিসটি আমরা আমেরিকানদের বলতে যাচ্ছি তা হলো, আপনি যদি আপনার সেরা গবেষকদের বরখাস্ত করেন, যারা আপনার দেশকে বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিতে পরিণত করেছেন, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’
ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে তার প্রশাসন ফেডারেল গবেষণা তহবিল হ্রাস করেছে এবং স্বাস্থ্য ও জলবায়ু গবেষণায় কর্মরত শত শত ফেডারেল কর্মীকে বরখাস্ত করার চেষ্টা করেছে। গ্লাকসম্যান ফ্রান্সের অতি-ডানপন্থী নেতাদেরও সমালোচনা করেছেন।
সূত্র : এএফপি