ইসরায়েল গাজা উপত্যকায় অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন।
কোহেন বলেন, ‘আমি গাজায় বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধের আদেশে স্বাক্ষর করেছি।’
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব, যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায়‘ এবং ভবিষ্যতে গাজায় হামাস যাতে না থাকে তা ইসরায়েল নিশ্চিত করবে।
এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে।
ইসরায়েল চায় প্রথম পর্যায়ের চুক্তির মেয়াদ বাড়িয়ে জিম্মি-বন্দি বিনিময় চালিয়ে যেতে, তবে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে চায় না। গত সপ্তাহে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নতুন শর্ত মানতে হামাসকে বাধ্য করতে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহও বন্ধের ঘোষণা দেয়।
এদিকে শুক্রবার হামাসের একটি প্রতিনিধিদল কায়রো পৌঁছয় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা ও সম্ভাব্য দ্বিতীয় ধাপের জন্য চাপ প্রয়োগ করতে।
এ ছাড়া এক ইসরায়েলি সূত্র শনিবার জানিয়েছে, ইসরায়েল গাজায় পুনরায় যুদ্ধ শুরুর আগে আলোচনার সুযোগ দিচ্ছে।
সূত্র : সিএনএন