ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধরত ১২ ভারতীয় নিহত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এ ছাড়া নিখোঁজ আছেন আরো ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ায় আটকে পড়া যুদ্ধে লড়াইরত সব ভারতীয় নাগরিকের মুক্তি এবং প্রত্যাবাসনের জন্য আমরা রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছি।
ভারত গত বছর বলেছিল, তারা একটি বড় মানবপাচার নেটওয়ার্কের তথ্য পেয়েছে। এটি তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত এমন ভারতীয় নাগরিকদের মধ্যে, আমাদের কাছে এখন পর্যন্ত মোট ১২৬ জনের খবর আছে।
এ সপ্তাহের শুরুতে ভারত জানায়, তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়ার সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গত ১৪ জানুয়ারি খবর বের হয়, কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখযুদ্ধে নিহত হয়েছেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করে নয়াদিল্লি।
গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই সময় ভারতীয়দের ‘ছেড়ে’ দেওয়ার অনুরোধ জানান। গত অক্টোবরে কাজান ব্রিকস সম্মেলনে বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আবারও কথা বলেন মোদি।
তাদের বৈঠকের পর পুতিন প্রধানমন্ত্রী মোদিকে আশ্বস্ত করেছিলেন, রাশিয়া সব ভারতীয়কে অব্যাহতি দেবে। যাদের মিথ্যা বলে রাশিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য করা হয়েছিল।
সূত্র : এনডিটিভি