রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার দুই আহত সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

শনিবার (১১ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘কুরস্ক অঞ্চল থেকে ওই দুই উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

 

তিনি বলেন, ‘ওই দুই সেনা আহত হয়েছেন। তাদের কিয়েভে নিয়ে যাওয়া হয়েছে।’

ওই দুইজনকে এখন সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান জেলেনস্কি।

এর আগেও রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানো নিয়ে আলোচনা হয়েছে।

গত ২৭ ডিসেম্বর আরো এক উত্তর কোরীয় সেনাকে আটকের কথা জানিয়েছিল কিয়েভ।

 

তারও আগে অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছিল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং প্রশিক্ষণ নিতে রাশিয়ায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে।

সূত্র : এএফপি