যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন স্বপদে পুননির্বাচিত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন জনসন। এই পদে তিনি নবনর্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।
স্পিকার পুননির্বাচিত হতে জনসনের ২১৮ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন ছিল।
কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ায়। শেষ হাসি হাসেন জনসন। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের দৌলতে প্রয়োজনীয় ২১৮টি ভোট পান। হাকিম পান ২১৫টি ভোট।
এর আগে গত বছরের ৩ অক্টোবর স্পিকারের দায়িত্ব থেকে কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর থেকে প্রতিনিধি পরিষদ নেতৃত্বহীন ছিল। কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব আনলে তা পাস হয়। তিন সপ্তাহ পর বুধবার ২২০-২০৯ ভোটে তিনি নির্বাচিত হন।
৫১ বছর বয়সী জনসন নির্বাচিত হওয়ার পর বলেছেন, বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জানাতে চাই যে, আমাদের আইনপ্রণেতাদের পরিষদ আবারও তাদের নিজেদের দায়িত্ব পালনে ফিরেছেন।
২০১৬ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। গত কয়েক দশকের মধ্যে নির্বাচিত স্পিকারদের মধ্যে তিনি কম অভিজ্ঞ।
জনসন বলেছেন, তিনি সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন এবং ৩৩ ট্রিলিয়ন জাতীয় ঋণ মোকাবিলার পথ পর্যালোচনার জন্য একটি সর্বদলীয় কমিশন গঠন করবেন।
স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।