ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রুশ হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ বুধবারও চলছে। এই হামলা দক্ষিণ ইউক্রেনে ক্রমবর্ধমান রুশ হামলার সর্বশেষ ঘটনা, যা অঞ্চলটিতে নতুন রুশ আক্রমণের আশঙ্কা আরো বাড়িয়েছে।
জরুরি পরিষেবা বিভাগ এদিন জানিয়েছে, শহরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে।
অন্যদিকে এই হামলায় আরো ২২ জন আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের মধ্যে একটি পাঁচ বছরের শিশুও রয়েছে।
জাপোরিঝিয়া ২০২২ সালে মস্কো যে চারটি ইউক্রেনীয় অঞ্চল অধিগ্রহণ করার দাবি করেছিল তার একটি। যদিও অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। এ ছাড়া নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউক্রেনীয় সেনাবাহিনী সতর্ক করেছিল, রাশিয়া নতুন হামলার পরিকল্পনার আগে দক্ষিণ ফ্রন্টে পদাতিক বাহিনী ও সাঁজোয়া যান মোতায়েনের পাশাপাশি বিমান হামলা বাড়াচ্ছে।
জাপোরিঝিয়া অঞ্চলে লড়াই তীব্র হলে তা ইউক্রেনীয় বাহিনীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য যথেষ্ট প্রতিরক্ষাব্যবস্থা নেই। কিন্তু আমাদের মিত্রদের কাছে এই ব্যবস্থা রয়েছে।
সূত্র : এএফপি