রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।
রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।
গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।
ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।
সূত্র : রয়টার্স