ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। গতকাল মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে নিয়ে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন সামান্থা। ‘অরবিটাল’ বইটিতে দুই পুরুষ এবং চারজন নারী মহাকাশচারীর কথা বলা হয়েছে।

 

 

বিচারক প্যানেলের চেয়ারম্যান এডমন্ড ডি ওয়াল মঙ্গলবার বলেছেন, বিচারকরা তাদের পছন্দের গল্পটি নিয়ে একমত ছিলেন। ‘অরবিটাল’ বইটিকে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে ডে ওয়াল বলেন, ‘গল্পটি আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, সীমানা, সময়, আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা নিয়ে লেখা, যেখানে প্রত্যেকেই বিষয়বস্তু, আবার কেউই বিষয়বস্তু নয়।’
 

তিনি বলেন, ‘ভাষা এবং তীক্ষ্ণতা দিয়ে হার্ভে আমাদের পৃথিবীকে আমাদের জন্য অদ্ভুত এবং নতুন করে তুলেছে।’

পুরস্কার পাওয়ার পর হার্ভে যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন বিরুদ্ধে নয়, অন্য মানুষের মর্যাদা ও অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তির পক্ষে কথা বলেন ও কাজ করেন, তাদের জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

হার্ভে  তার বক্তব্যে িএ কথা জানান।  

 

‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার একটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম  বুকারজয়ী বই।

বুকার পুরস্কারের জন্য মনোনীত চার ব্যক্তিকে পেছনে ফেলেছেন হার্ভে।

এর মধ্যে ছিলেন, মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য), ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডার উডেন (​দ্য সেফকিপের জন্য) এবং অস্ট্রেলীয় লেখক শার্লট উড ( স্টোন ইয়ার্ড ডিভোশনাল)। হার্ভে কবিড লকডাউনের সময় বেশিরভাগ উপন্যাসটি লিখেছেন।

 

সূত্র: রয়টার্স