ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে শনিবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন, যা তেহরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
খামেনি এদিন তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমাদের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র, তাদের জানা উচিত ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে তাদের অপতৎপরতার কঠিন ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
এ ছাড়া তেহরানের ১ অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।
এদিকে ইরানকে ২৬ অক্টোবরের হামলার প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে ইসরায়েল।
তবে খামেনি বলেন, ইরানি জাতিকে সামরিক, অস্ত্র ও রাজনৈতিক কার্যক্রমে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি।
এ ছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি শনিবার বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাবে।
সূত্র : এএফপি