ওয়াশিংটনের ফল সিটিতে গতকাল সোমবার সকালে একটি বাড়ির ভিতরে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বন্দুক হামলার পর কর্মকর্তারা এই খবর জানান। রয়টার্স জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে।
কিং কাউন্টি শেরিফের অফিস অনুসারে, দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন স্কুল-বয়সী শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বন্দুক হামলার নিয়ে ৯১১ একটি ফোন এলে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত আরেক কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিং কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মাইক মেলিস বলেছেন, ‘সন্দেহভাজন কিশোর সম্পর্কে আরো কোনো তথ্য প্রকাশ করা হবে না।’
একটি সংবাদ সম্মেলনে মেলিস সোমবার এই ঘটনাকে একটি ‘পারিবারিক ঘটনা’ এবং ‘স্পষ্টভাবে পারিবারিক সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় শুধু ওই কিশোর জড়িত নয় উল্লেখযোগ্য সমস্যাও রয়েছে, এতে আগ্নেয়াস্ত্র জড়িত।
শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারে সদস্য।’ তাদের মধ্যে সম্পর্ক কী, তা এখনও তদন্ত করা হচ্ছে। শেরিফের অফিস জানিয়েছে, হেফাজতে থাকা ১৫ বছর বয়সী এই সপ্তাহের শেষের দিকে আদালতে উপস্থিত করা হবে।
ঘটনায় কতগুলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বা কীভাবে সেগুলো পাওয়া গেছে তা জানায়নি কর্মকর্তারা।
সূত্র : ওয়াশিংটন পোস্ট