গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলের ইতিহাসে ঘটা নজিরবিহীন হামলার মূল হোতা বলা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। বুধবার দেশটির সামরিক বাহিনী এক অভিযানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান সেই ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে। বছরব্যাপী হত্যার মিশন তারা শেষ করেছে।
তবে সিনওয়ার হত্যার পর ইসরায়েলি বন্দি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে হামাস।
৭ অক্টোবর হামলার মাস্টারমাইন্ড বা মূল হোতা বলা হয় ইয়াহিয়া সিনাওয়ারকে। তাকে হত্যার পর চলমান যুদ্ধে মোড় বদলের আশা জেগেছিল অনেকের মনে।
কিন্তু হামাসের কর্মকর্তা খলিল আল-হায়া এক ভিডিও বার্তায় বলেন, ‘গাজায় আমাদের মানুষদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আর কোনো বন্দিকে মুক্তি দেওয়া হবে না। এটাই হামাসের সর্বশেষ অবস্থান।’
হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।
সিনওয়ারকে মৃত্যুর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিনওয়ারের মৃত্যু হামাসের অশুভ শাসনের পতনের জন্য একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ঘটনা। যদিও এটি গাজা যুদ্ধের শেষ নয়, এটি শেষের শুরু।
এদিকে সিনওয়ারের মৃত্যুর তথ্য নিশ্চিত করে হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বাসেম নাইম এএফপিকে বলেছেন, ‘হামাস একটি মুক্তি আন্দোলন, যার নেতৃত্বে মানুষ স্বাধীনতা ও মর্যাদা খুঁজছে।
এক বিবৃতিতে তিনি অতীতে নিহত হামাস নেতাদের স্মরণ করে বলেছেন, তাদের মৃত্যু এ গোষ্ঠীর জনপ্রিয়তা বাড়িয়েছে।
তিনি বলেন, ‘ইসরায়েল বিশ্বাস করে আমাদের নেতাদের হত্যার অর্থ আন্দোলন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সমাপ্তি। তবে প্রতিবারই হামাস শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই নেতারা মুক্ত ফিলিস্তিনের দিকে যাত্রা চালিয়ে যাওয়ার জন্য আইকনে পরিণত হয়েছেন।’
ইসরায়েলি সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি আলজাজিরাকে বলেছেন, সিনওয়ারের মৃত্যু হলেও তাতে নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের অবসান ঘটবে না। কারণ এটি একটি প্রতিরোধ আন্দোলন, যা এর জনগণের মধ্যে নিহিত। ফলে এটি চলতে থাকবে।
এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নতুন ধাপ শুরু করেছে। শুক্রবার হিজবুল্লাহর অভিযান পরিচালনাকারী সদর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলবিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন ধাপের লড়াই দৃশ্যমান হবে এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনাগুলো দেখা যাবে।