ফেজারেল  দুর্নীতির তদন্তের পর বুধবার নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসকে অভিযুক্ত করা হয়। নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে. অভিযুক্ত এবং সম্ভাব্য অভিযোগের বিস্তারিত আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।নিউইয়র্ক মেয়রের বিরুদ্ধে ঘুষসহ পাঁচ দুর্নীতির অভিযোগ ।আমেরিকার  প্রসিকিউটরদের অভিযোগ, এরিক অ্যাডামস মেয়র হিসেবে তাঁর মেয়াদের আগে এবং মেয়াদকালে একাধিক বিদেশি উৎস থেকে বিলাসী আন্তর্জাতিক ভ্রমণের মতো সুবিধা চেয়েছিলেন এবং গ্রহণ করেছিলেন। যেসব ধনী ব্যবসায়ীর কাছ থেকে তিনি এসব সুবিধা গ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে তুরস্কের একজন সরকারি কর্মকর্তাও আছেন। 

বলা হচ্ছে, তুর্কি কর্মকর্তার কাছ থেকে বিনা মূল্যে এবং প্রচুর ছাড়ে তুর্কি এয়ারলাইনসে করে তুরস্ক, ভারত ও ঘানায় বিলাসবহুল ভ্রমণ করেছিলেন অ্যাডামস। মূলত ওই কর্মকর্তা নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত তুর্কি কনস্যুলেটের প্রবিধান সম্পর্কিত একটি বিষয়ে অ্যাডামসের সাহায্য চাইতে গিয়েছিলেন। 

পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে এটাও উল্লেখ আছে যে মিথ্যা শংসাপত্রের মাধ্যমে এরিক অ্যাডামসের প্রচারাভিযান ১০ হাজার ডলারের বেশি তহবিল পেয়েছে। 

তদন্ত করতে গিয়ে এফবিআই এজেন্টরা মেয়র অ্যাডামসের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন। পরে অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অ্যাডামসের ফোন জব্দ করেন তাঁরা। এর আগে বুধবার রাতে এরিক এক ভিডিও বার্তায় বলেন, আমি সবসময় এটা জানতাম আমি যদি নিউইয়র্কবাসীর পক্ষে দাঁড়াই তাহলে আমি লক্ষ্যবস্তুতে পরিণত হবো, এবং শেষ পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। 

তিনি আরও বলেন, যদি আমাকে অভিযুক্ত করা হয়, আমি বললো আমি নির্দোষ। আমি আমার আত্মা এবং সব শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। এদিকে মেয়র অ্যাডামসকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করার আগে স্থানীয় সময় বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা। অভিযানের সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়।

এরিক অ্যাডাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য। এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবিরের তোপের মুখে পড়তে পারে ডেমোক্র্যাটরা। তবে আসন্ন ভোটে এই ঘটনার প্রভাব খুব একটা পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা।