ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সপরিবারে দেখা করেছেন মধ্যপ্রদেশের বিজেপির সংসদ সদস্য অনিল ফিরোজিয়া। সেখানে অনিল ফিরোজিয়ার মেয়ে অহনার সঙ্গে মোদির কথপোকথন নিয়ে ওঠে হাসির রোল।
বাবা-মায়ের সঙ্গে অহনা মোদির কাছে পৌঁছালে তাকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন- তুমি কি জানো আমি কে? বছর পাঁচেকের অহনার উত্তর, হ্যাঁ, আপনি মোদিজি। আপনি তো রোজ টিভিতে আসেন।
উত্তরে মৃদু হেসে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তুমি কি জানো আমি কী করি? অহনার উত্তর, হ্যাঁ, লোকসভায় কাজ করেন।
আর এ জবাবেই সেখানে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। মুখ টিপে হাসতে থাকেন নরেন্দ্র মোদিও। তারপর এমন জবাবের জন্য অহনাকে একটি চকলেট পুরস্কারও দিয়েছেন প্রধানমন্ত্রী।
অহনার বাবা অনিলও রয়েছেন পুরস্কারের আশায়। কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকড়ি ঘোষণা করেছিলেন, কোনো সংসদ সদস্য যদি এক কেজি ওজন কমান তবে তার সাংসদ এলাকার জন্য অনিল ওজন কমিয়েছেন ২১ কেজি। তাই তিনি ২১ হাজার কোটি টাকা নিজের এলাকার জন্য পাবেন বলে আশা করছেন।