আর্ন্তজাতিক ডেস্ক: শখ করে সাপ পুষতেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক যুবক। ১৫ ফুট লম্বা বিশাল অজগরের হাতেই প্রাণ গেলো তার। ওই যুবকের নাম ইলিয়ট সেন্সম্যান। তার বয়স ২৭ বছর।

সাপটিকে গলায় পেচানোর কারণে শ্বাসরোধ হয়ে যায় ওই যুবকের। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এক যুবকের কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকরা বুধবার পেনসিলভানিয়ার একটি বাড়িতে যায়। ঘটনাস্থলে পৌঁছে, তারা ২৮ বছর বয়সী ওই যুবককে বাড়ির মেঝেতে গলায় সাপ পেঁচানো অবস্থায় অজ্ঞান দেখতে পান।

আপার ম্যাকুঞ্জি টাউনশিপ পুলিশের লেফটেন্যান্ট পিটার নিকিশার বলেন, পুলিশ যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিতে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে চায়। কিন্তু সাপটি ছিল ‘খুব বড় এবং খুব মোটা’। সাপটি অনেক লম্বা থাকায় সেটির মাথা ওই যুবকের শরীর থেকে বেশ দূরে ছিল। তাই পুলিশ সাপটিকে গুলি করার সিদ্ধান্ত নেয়।

গুলি করার পর অবশ্য সাপটি তাৎক্ষণিকভাবে মারা না গেলেও যুবকের গলা থেকে সরে যায়। তখন ওই যুবককে নিরাপদে সরিয়ে আনা হয়।

তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। স্থানীয় সময় রোববার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন,শ্বাসরোধের কারণে একটি অ্যানোক্সিক মস্তিষ্কের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। সাপটি তার মস্তিষ্কের অক্সিজেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়।

সাপটিকে গুলি করার কারণ জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, এ ছাড়া ব্যক্তিকে উদ্ধার করার আর কোনো উপায় ছিল না।