ফ্রান্সের রাজধানী প্যারিসে চলন্ত গাড়ি একটি ক্যাফের সামনের বারান্দায় উঠে পড়ে এবং এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরো ছয়জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল  বুধবার সন্ধ্যায় নগরীর ২০তম প্রশাসনিক এলাকায়। আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিক শুরুর আগে ফ্রান্স এখন উচ্চ সতর্কাবস্থায় আছে।

 

 

এদিকে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তবে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ। ওই গাড়ি চাকাক গাড়িতে একাই ছিলেন এবং মাদকের নেশার ঘোরে আচ্ছন্ন ছিলেন বলে পুলিশ জানিয়েছে।