থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বিলাসবহুল হোটেল স্যুটে মঙ্গলবার ভিয়েতনামি বংশোদ্ভূত অন্তত ছয়জনের মৃতদেহ পাওয়া গেছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুসারে, নিহতদের মধ্যে কয়েকজন ভিয়েতনামি-আমেরিকান।
হোটেলের কর্মীদের ফোন পেয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশকে হোটেলে ডাকা হয়।
গণমাধ্যমগুলো এখন বলছে, পুলিশের ধারণা, নিহতদের বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে এটি নিশ্চিত করা যায়নি এবং তাদের মৃত্যুর কারণ এখনো অজানা।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তিনি চান না, এই ঘটনা তার দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করুক বা পর্যটনের ওপর প্রভাব ফেলুক।
তিনি আরো বলেন, পুলিশ সন্দেহ করছে, ২৪ ঘণ্টা ধরে মৃতদেহগুলো পড়ে ছিল। তারা কিছু খেয়েছিল কি না, তা নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।
এর আগে থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছিল, তিন নারী ও তিন পুরুষ মারা গেছেন। পুলিশের মেজর জেনারেল থিরাদেচ থামসুথি গণমাধ্যমটিকে বলেছেন, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, নিহতদের বিষ দেওয়া হয়েছিল।