যুক্তরাজ্যের নগরমন্ত্রী হয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধান করবেন বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ব্লুমবার্গ জানায়, ব্রিটিশ সরকার এখনো টিউলিপের মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। নগরমন্ত্রী হিসেবে টিউলিপ বিম আফোলামির উত্তরসূরী হবেন।
সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন টিউলিপ। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস মাত্র আট হাজার ৪৬২ ভোট পান।
২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিনান্সিয়াল ডিস্ট্রিকের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন টিউলিপ। গত মে মাসে ফিনান্সিয়াল টাইমকে টিউলিপ জানান, আর্থিক প্রতিযোগিতা ও উন্নতির পথে বাধাগুলো দূর করতে যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটিকে আরো এগিয়ে নিয়ে যাবে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টির একযুগের বেশি শাসনের অবসান ঘটিয়ে এবার যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে লেবার পার্টি।