অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটর ফাতিমা পেম্যান (২৯)। ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়ার কয়েক দিন পর এ ঘোষণা দিলেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ফাতিমা বৃহস্পতিবার বলেন, ‘আমি পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছি, যে বিষয়টি নিয়ে আমি কোনোভাবেই আপস করতে পারি না।
প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি এক বিবৃতিতে ফাতিমাকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তাকে ভয় দেখিয়ে পদত্যাগ করানোর অভিযোগটি অস্বীকার করে।
এর আগে লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়, দলের নীতিগত অবস্থানকে যারা দুর্বল করে দেয়, তাদের কঠোর শাস্তি পেতে হয়।
এদিকে ফাতিমা এখন স্বতন্ত্র সিনেটর হিসেবে ক্রসবেঞ্চে যোগ দিতে পারবেন।
গাজা যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অস্থীতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসলে ফাতিমার পরিবার পালিয়ে যায়। ২৯ বছর বয়সী এ আইন প্রণেতা অস্ট্রেলিয়ার প্রথম ও একমাত্র হিজাব পরিহিত ফেডারেল রাজনীতিবিদ।