ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মুখোশ পরা কয়েকজন বন্দুকধারী সেখানে হামলা চালায়। পুলিশের সূত্রের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, অনুষ্ঠানের অভ্যর্থনা হলে গোলাগুলি হয়েছে।
এদিকে ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। থিওনভিল শহরের এ হামলায় মাদক চোরাকারবারীরা জড়িত বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় রবিবার সকালে হামলাস্থলে একটি কাঁচের দরজায় গুলিতে সৃষ্ট ছিদ্র দেখা যায়।
সূত্রটি আরো জানায়, অনুষ্ঠানের সময় কয়েক জন ধুমপানের জন্য বাইরে বের হয়েছিলেন। তখন তিনজন বন্ধুকধারী এসে গুলি চালায়। তারা সম্ভবত একটি বিএমডাব্লিউ গাড়িতে করে সেখানে গিয়েছিল।
বন্দুকধারীরা ওই বিয়ের অনুষ্ঠানে হামলা করতে আসেনি বলে পুলিশের ধারণা।