সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে শনিবার তীর-ধনুক দিয়ে হামলা হয়েছে। এতে এক পুলিশ সদস্য আহত এবং হামলাকারী নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক সাংবাদিকদের হামলার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি।
সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ ড্যাসিককে উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাকারী স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি ছোট ভবনের কাছে গিয়েছিলেন।
মামলাটি বিশেষ প্রসিকিউটরদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দূতাবাস বন্ধ ছিল এবং তাদের কোনো কর্মী আহত হননি।
বেলগ্রেডের এ রকম হামলা প্রথম নয়। এর আগেও ইসরায়েলি দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি দূতাবাসগুলোর ওপর একাধিকবার হামলাচেষ্টা হয়েছে।