সাদা পশমে মোড়ানো শরীর আর প্যাঁচানো শিং। লম্বা মাথায় শিং যেন রাজার তরবারি। এই সুন্দর রূপ নিয়ে মাঝে মাঝে সুন্দরী প্রতিযোগিতায়ও যায় লাদুম প্রজাতির এই ভেড়া। এমনই একটি ভেড়ার নাম ওসমান সনকো।
ভেড়ার মালিক শেখ মোস্তফা সেক বলেন, ‘গত বছর সনকোর জন্ম হয়। তখনো ওসমান সনকো সেনেগালের প্রধানমন্ত্রী হননি। তিনি তখন বিরোধীদলীয় নেতা হিসেবে কারাগারে ছিলেন।
এই প্রজাতির ভেড়াকে মর্যাদার প্রতীক হিসেবে লালন-পালন করে সেনেগালের মানুষ। সনকোর কথা বলতেই ২৪ বছর বয়সী সেকের চেহারা ঝলমল করে ওঠে। কারণ সনকোর দাম আর সৌন্দর্য মনোমুগ্ধকর।
এ ছাড়া সনকো সাধারণ কোনো ভেড়াও নয়। স্থানীয়ভাবে প্রজনন করা পশমী প্রাণীদের মধ্যে সবচেয়ে দামি প্রাণী এটি। এর মূল্য অনেক বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। এই রাজকীয় চেহারার লাদুমগুলোর ওজন ১৮০ কেজি পর্যন্ত হয়।
এই দামি জাতের ভেড়া সেনেগালের খুব কম মানুষই কেনার সক্ষমতা রাখে। এর দাম ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে, যেখানে দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬০০ ডলারের কম।
দিনের বেশির ভাগ সময়ই একটি লাদুমের কাটে সাজসজ্জা করে। আর বিশেষ পার্লারে ভিটামিন খাওয়ার মাধ্যমে। এমনই একটি পার্লারের মালিক বালা গাদিগার পছন্দের ভেড়ার নাম বিআরটি। সেনেগালের রাজধানী ডাকারে চলাচল করা বাস সার্ভিসের নামে এটির নামকরণ হয়েছে।
বালা গাদিগা বলেন, এই ভেড়া দেখতে অসাধারণ। এটির দাম ৪০ হাজার ডলার। শুধু বাণিজ্যের জন্য নয়, এটি আনন্দেরও একটি উৎস। আফ্রিকা মহাদেশের সব দেশ থেকেই তার কাছে এ প্রজাতির ভেড়ার গ্রাহকরা আসেন।