পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোকে পূর্ব দিকে সম্প্রসারণের মাধ্যমে ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে উসকানি দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ। এই মন্তব্যের জেরে গতকাল শনিবার যুক্তরাজ্য ও ইইউর নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ব্রিটিশ রাজনীতিক।

গত শুক্রবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইজেল ফারাজ বলেন, ‘আমরা (পশ্চিমা) এই যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) উসকে দিয়েছি। অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভুলে এই যুদ্ধ শুরু হয়েছে।

 

তিনি এ-ও বলেন, ‘ইইউ ও ন্যাটোর সম্প্রসারণের সুযোগ নিয়ে পুতিন রুশ জনগণকে বোঝাতে পেরেছেন—তারা (পশ্চিমারা) আবারও আমাদের (রাশিয়া) দিকে আসছে।’

ফারাজের এই মন্তব্য ভালোভাবে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল তিনি বলেছেন, ফারাজের দাবি সম্পূর্ণ ভুল এবং তাঁর বক্তব্য অনিচ্ছাকৃতভাবে পুতিনকে সহযোগিতার শামিল।

সুনাক বলেন, ‘এ ধরনের বক্তব্য ব্রিটেন ও আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য বিপজ্জনক এবং পুতিনকে আরো উৎসাহী করবে।

’ 
ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ফারাজ সাতবার প্রতিদ্বন্দ্বিতা করেও ওয়েস্টমিনস্টারে জয় পাননি। আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পূর্ব ইংল্যান্ডের ক্ল্যাকটন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বর্তমানে তাঁর দল প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর পেছনে- অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করছে। দলটি মাত্র কয়েকটি আসনে জিততে পারে বলে অনুমান করা হচ্ছে।