আর্ন্তজাতিক ডেস্ক: অন্টারিওর ভন-এ গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুই যুবক মারা গেছেন। একজন তরুণীকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোরে এই গুলির ঘটনা ঘটে।
ইয়র্ক আঞ্চলিক পুলিশের তদন্তকারীরা বলেছেন যে, আনুমানিক রাত সাড়ে তিনটায় একটি গুলির রিপোর্টের জন্য হাইওয়ে ৭ এবং কিলি স্ট্রিটের এলাকায় একটি নাইটক্লাবে প্রতিক্রিয়া জানান অফিসাররা।
অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গুলিতে আহত তিনজনকে ঘটনাস্থলে পান। একজন ২৫ বছর বয়সী এবং একজন ২২ বছর বয়সী যুবক। উভয়কেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।তৃতীয় শিকার একজন ২০ বছর বয়সী তরুণী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন বা সন্দেহভাজনরা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সময় নাইট ক্লাবের ভিতর থেকে বা বাইরে থেকে মোবাইল ফোনের ভিডিও বা ছবি থাকতে পারে কাউকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।