চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ফ্রান্সে রাষ্ট্রীয় সফর উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ৬ মে প্যারিসে ‘উজ্জ্বল চীন-ফরাসি প্রেম’- শিরোনামে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনে সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান আয়োজ করে। অনুষ্ঠানে চীন এবং ফ্রান্সের যৌথ সহযোগিতায় তৈরী উচ্চমানের চলচ্চিত্র টেলিভিশন ও মাল্টি-মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তাছাড়া সিএমজি এবং ইউরোনিউজের সাথে সহযোগিতার একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ফরাসি সাংবিধানিক কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন ফরাসি প্রধানমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস, প্রাক্তন ফরাসি প্রধানমন্ত্রী ও ফ্রেঞ্চ ভিশন অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান জঁ পিয়েরে রাফারিন, সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাই শিয়োং, ফ্রান্সের প্রাক্তন পরিবেশমন্ত্রী ও জাতিসংঘের সাবেক ডেপুটি মহাসচিব ব্রিস লালনদে এবং ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির ফ্রান্স-চীন ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান এরিক আলাউজেটও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সিএমজি’র তৈরী অনেকগুলি উচ্চমানের চলচ্চিত্র উন্মোচন করা হয়। এসব অনুষ্ঠানগুলো ক্যামেরার মাধ্যমে চীন-ফরাসি বন্ধুত্বের ধারাবাহিক মুহূর্তগুলি রেকর্ড করে এবং দর্শকদের চীনা ও ফরাসি সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার প্রক্রিয়া ব্যাখ্যা করে।

বাস্তব সহযোগিতা আরও গভীর করার জন্য, সিএমজি এবং ইউরোনিউজ একটি সহযোগিতামূলক স্মারক স্বাক্ষর করেছে। চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে উভয়পক্ষ যৌথভাবে ‘চীন-ইউরোপ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ বিশেষ কর্মসূচি চালু করবে এবং যৌথ উৎপাদন, ব্র্যান্ড কার্যক্রম, সম্পদ ভাগাভাগি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করবে।

অনুষ্ঠানে ‘চীনা আর্ট প্রমোশন প্ল্যান’ ডিজিটাল বিশেষ প্রদর্শনীর ফরাসি সংস্করণ এবং ‘পান্ডা প্ল্যানেট’ নিমজ্জিত আলোছায়া প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চীনা সভ্যতার অনন্য আকর্ষণ উপস্থাপন করা হয়।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।