ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২২ জুলাই) সকালে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য সামনে আনে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম বলছে, শুক্রবার দিনের প্রথম ভাগে ইসরায়েলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে হামলায় সিরিয়ার অন্তত তিন সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে ইসরায়েলের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, হামলা সম্পর্কে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় আরও তিন বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, সিরিয়ার বিমানবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। পাশাপাশি বিমান বাহিনীর অত্যন্ত উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।