অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে।
খবরে বলা হয়, একজন পুরুষ ছুরি দিয়ে এ হামলা চালিয়েছে। গুলি করে তাকে গতিরোধ করতে হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানান, হামলাকারী একজন নারী পুলিশ অফিসারের গুলিতে নিহত হয়েছেন।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে হামলাকারী একাই এ কাজ করেছে। এখন আর কোনো হুমকি নেই।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শপিং মলটি সিডনির ওয়েস্টফিল্ড এলাকায় অবস্থিত। হামলার ঘটনার পর মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে।