ইসরায়েলের সেনাবাহিনী শনিবার বলেছে, তাদের সেনারা ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার সময় অপহৃত এক জিম্মির লাশ উদ্ধার করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অপহৃত এলাদ কাটজিরের মৃতদেহ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গত রাতে উদ্ধার করা হয়েছে এবং ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের হাতে বন্দি অবস্থায় তাঁকে ‘হত্যা’ করা হয়েছে।
হামলার সময় ৪৭ বছর বয়সী কাটজিরকে তাঁর মা হান্নার সঙ্গে নির ওজ কিবুতজ সম্প্রদায় থেকে অপহরণ করা হয়েছিল।
সেনাবাহিনী বলেছে, যুদ্ধের সময় তারা এ পর্যন্ত এলাদ কাটজিরসহ ১২ জনের মৃতদেহ গাজা থেকে উদ্ধার করেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায়।