ঘনিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর সাত মাস পরেই ভাগ্য নির্ধারণ হবে দেশটির গদির। সমগ্র যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই নির্বাচন। এবারের নির্বাচনে মূল লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। ২০২০ সালে বাইডেনের পক্ষ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন অভিনেতা।
ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘সেই সময়ে বাইডেনের পক্ষে কাজ করাটাকে আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। ভেবেছিলাম আমার যে অবস্থান, সেখান থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করার সুযোগ আমার আছে এবং সেই সুযোগটা কাজে লাগানো উচিত।
ডোয়াইন জনসন আরো বলেন, ‘এই নির্বাচনে আমি কোনো পক্ষ নেব না।
সাক্ষাৎকারে যখন অভিনেতাকে বর্তমান প্রেসিডেন্টের অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়, উত্তরে ‘দ্য রক’ তারকা বলেন, তিনি বাইডেনের প্রতি সন্তুষ্ট নন।
ডোয়াইন জনসনকে সামনে দেখা যাবে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ নামক চলচ্চিত্রে। এটি মার্ক কেরে’র বায়োপিক হতে চলেছ। মার্ক কের একজন কিংবদন্তি এমএমএ যোদ্ধা এবং ইউএফসির অগ্রগামী ব্যক্তিত্ব। সিনেমাটি প্রযোজনা করবে এ২৪ স্টুডিও এবং পরিচালনা করবেন বেনি সাফদি যিনি এর আগে ‘আনকাট জেমস’-এর মতো সিনেমার সহ-পরিচালনা করেছেন।