সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ি উল্টে চার প্রবাসী নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
সৌদি গণমাধ্যম আল মারসদ জানিয়েছে, তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শনিবার শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা গাড়ির পেছনে চড়ে সৌদি বন্দর শহর জেদ্দা থেকে ফিরছিলেন। কারণ তাঁদের সংখ্যা বেশি ছিল।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।
সাম্প্রতিক মাসগুলোতে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মধ্যেই সৌদি আরবে একাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে। এই মাসের শুরুতে দেশটিতে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং ২২ জন আহত হয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রায় চার হাজার ৫৫৫ জন মারা গেছে।