ইসরায়েলি আমেরিকান মনোবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যান ২৭ মার্চ বুধবার ৯০ বছর বয়সে মারা গেছেন। তার সৎকন্যা ডেবোরা ট্রিসম্যান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৩৪ সালে তেলআবিবে জন্মগ্রহণ করেন ড্যানিয়েল কাহনেম্যান।
ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির আগে ১৯৪৮ সালে তার পরিবার ব্রিটিশশাসিত ফিলিস্তিনে ফিরে আসে।
মানুষের অভ্যাস, সিদ্ধান্ত নেওয়ার ধরন কিভাবে হয় এবং তার হাত ধরে অর্থনীতিকে প্রভাবিত করে (বিহেভেরিয়াল ইকোনমিকস) তা নিয়ে গবেষণা করেছেন কাহনেম্যান। বিশেষত অনেক কিছু না জেনে কীভাবে একজন সিদ্ধান্ত নেন বা নেন না, কেমন আয়ের মানুষ বেশি খুশি থাকেন, এই সব ঘিরেই আবর্তিত তার কাজ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়েই ১৯৯৩ সাল থেকে ড্যানিয়েল কাজ করছিলেন। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এলদার শফির বলেন, ‘ড্যানিয়েল একজন জ্ঞানী, প্রিন্সটনের একজন তারকা, উজ্জ্বল মেধাবী মানুষ এবং একজন মহান সহকর্মী ও বন্ধু ছিলেন। তিনি আসার পর থেকে সামাজিক বিজ্ঞানের অনেক ক্ষেত্র আর এক রকম ছিল না। তাকে খুব মিস করব।