দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ইসরায়েলের উদ্দেশে বলেছেন, রাফাহ শহরে কোনো ধরনের বড় সামরিক অভিযান চালানো ‘বড় ধরনের ভুল’ হবে। রাফাহ শহরে স্থল হামলা চালালে ইসরায়েলকে ‘পরিণাম’ ভোগ করতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কমলা হ্যারিস গত রবিবার মার্কিন সংবাদমাধ্যম এবিসিতে প্রচারিত এক সাক্ষাত্কারে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে শহরটিতে অগ্রসর হওয়া ‘বড় ধরনের ভুল’ হবে।
যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের অন্য মিত্র দেশগুলোও রাফাহ শহরে আগ্রাসন নিয়ে ইসরায়েলকে সতর্ক করে আসছে। মিসরের সীমান্তবর্তী ওই শহরে ১০ লাখের বেশি বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।
চলতি সপ্তাহে কমলা হ্যারিস এবিসিকে বলেন, ‘আমরা একাধিক আলোচনায় এবং প্রতিটি উপায়ে খোলাসা হয়েছি যে রাফাহতে যেকোনো বড় সামরিক অভিযান একটি বড় ধরনের ভুল হবে।
জনাকীর্ণ শহরটিতে ইসরায়েলি অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।’ তবে এই ধরনের প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বৃহস্পতিবার বলেছেন, রাফাহ শহরে একটি বড় ধরনের হামলা ‘ভুল’ ও ‘অপ্রয়োজনীয়’।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। আল-শিফা হাসপাতালে ইসরায়েলি ট্যাংক এবং সাঁজোয়া বুলডোজার কমপক্ষে চারটি মরদেহ ও অ্যাম্বুল্যান্সকে পিষে দিয়েছে বলে সেখান থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা অভিযোগ করেছে।
উত্তর গাজায় আর ইউএনআরডাব্লিউএর খাদ্য বহনকারী গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার ৭০ শতাংশ মানুষ তীব্র মাত্রায় খাদ্য ঘাটতিতে ভুগছে।