পাকিস্তানের গোয়াদর বন্দরে বিচ্ছিন্নতাবাদীদের একটি হামলা রুখে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এ ছাড়া দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সায়ীদ আহমেদ উমরানি জানান, ‘স্থানীয় সময় বুধবার বন্দর কর্তৃপক্ষের চত্বরে গোয়েন্দা সংস্থা ও আধাসামরিক বাহিনীর দপ্তরে আক্রমণ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা।
অন্যদিকে প্রদেশটির মূখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় বলেছেন, ‘যারা সহিংসতা বেছে নেবে তাদের এ দেশে কোনো দয়া দেখানো হবেনা। পাকিস্তানের সাহসী বীররা পাকিস্তানের স্বার্থে সাহসিকতার সঙ্গে লড়াই করে গেছে।
পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এক সামরিক বিভাগ মাজিদ ব্রিগেড এ হামলার দায় স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে,‘ তাদের হামলার লক্ষ্য ছিলো কমপ্লেক্সের ভেতর থাকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অফিসগুলো।’
গোয়াদরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা এবারই প্রথম নয়।