মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নিজের বয়স নিয়ে কৌতুক করেছেন। পাশাপাশি নভেম্বরের আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীর মারাত্মক গুরুতর সমালোচনা করেন।
ওয়াশিংটনের গ্রিডিরন ক্লাবে শনিবার সাংবাদিকদের বার্ষিক নৈশ ভোজে ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ব্যঙ্গ করে বলেন, ‘একজন প্রার্থীর বয়স অনেক বেশি ও মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য। অন্য লোকটি আমি।
এদিন ডেমোক্র্যাট বাইডেন মার্কিন গণমাধ্যম ও রাজনৈতিক অভিজাতদের জন্য আনুষ্ঠানিক আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম বক্তৃতা দেন। এমন একটি অনুষ্ঠানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে বক্তৃতা দিয়েছিলেন।
এদিকে বাইডেন এবার বেশ কয়েকটি জরিপে পিছিয়ে রয়েছেন। তাঁর বয়স সম্পর্কে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
অনুষ্ঠানে বাইডেন তাঁর মন্তব্যে কংগ্রেসে রিপাবলিকানদের প্রতি কটাক্ষ করেছেন, যাঁরা তাঁর ছেলের ব্যাবসায়িক লেনদেনের বিষয়ে অভিশংসন তদন্ত শুরু করেছেন। তাঁরা অভিশংসনে ব্যর্থ হবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
বাইডেনের দাবি, ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণায় দেখা যাবে, তারা করোনা মহামারির পরে কিভাবে মার্কিন অর্থনীতি পুনর্নির্মাণ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার মিথ্যা দাবি এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পপন্থী দাঙ্গাবাজদের ক্যাপিটলে হামলার অর্থ ‘আমাদের গণতন্ত্রের শিরায় বিষ প্রবাহিত হচ্ছে।’
এ ছাড়া বাইডেন সেসব সাংবাদিককে সমর্থন করেছেন, যাঁদের ট্রাম্প বারবার আক্রমণ করেছেন। তাঁদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আপনি জনগণের শত্রু নন।